সুরা নং- ১১৩ : আল-ফালাক (Sura Al-Falaq)




মূল আরবি, বাংলায় উচ্চারণ, বাংলা ও ইংরেজি অর্থসহ সুরা আল-ফালাক, মক্কায় অবতীর্ণ, আয়াত : ৫, রুকু : ১

Original Arabic, Bengali pronunciation, with Bengali and English meanings Sura Al- Falaq, Revealed in Makkah, verse: 5, ruku: 1

 

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

قُلۡ اَعُوۡذُ  بِرَبِّ الۡفَلَقِ ۙ﴿۱﴾ مِنۡ  شَرِّ مَا خَلَقَ ۙ﴿۲﴾ وَ مِنۡ  شَرِّ غَاسِقٍ  اِذَا وَقَبَ ۙ﴿۳﴾ وَ مِنۡ  شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ ۙ﴿۴﴾ وَ مِنۡ  شَرِّ حَاسِدٍ  اِذَا حَسَدَ ﴿۵﴾

 

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

In the name of Allah, Most Gracious, Most Merciful.

 

 

قُلۡ اَعُوۡذُ  بِرَبِّ الۡفَلَقِ ۙ﴿۱﴾

কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি।

বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,

Say, "I seek refuge in the Lord of daybreak

 

مِنۡ  شَرِّ مَا خَلَقَ ۙ﴿۲﴾

মিন্ শাররি মা-খলাক্ব।

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

From the evil of that which He created

 

وَ مِنۡ  شَرِّ غَاسِقٍ  اِذَا وَقَبَ ۙ﴿۳﴾

অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্।

আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

And from the evil of darkness when it settles

 

وَ مِنۡ  شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ ۙ﴿۴﴾

অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্।

আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে,

And from the evil of the blowers in knots

 

وَ مِنۡ  شَرِّ حَاسِدٍ  اِذَا حَسَدَ ﴿۵﴾

অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্।

আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।

And from the evil of an envier when he envies."


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ