সুরা নং – ১০৮ : আল-কাউসার (Sura Al-Kawsar)





মূল আরবি, বাংলায় উচ্চারণ, বাংলা ও ইংরেজি অর্থসহ সুরা আল-কাউসার, মক্কায় অবতীর্ণ, আয়াত : ৩, রুকু : ১

Original Arabic, Bengali pronunciation, with Bengali and English meanings Sura Al- Kawsar, Revealed in Makkah, verse: 3, ruku: 1

 

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اِنَّاۤ  اَعۡطَیۡنٰکَ  الۡکَوۡثَرَ ؕ﴿۱﴾ فَصَلِّ  لِرَبِّکَ وَ انۡحَرۡ ؕ﴿۲﴾ اِنَّ شَانِئَکَ ہُوَ الۡاَبۡتَرُ ﴿۳﴾

 

 

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

In the name of Allah, Most Gracious, Most Merciful.

 

 

اِنَّاۤ  اَعۡطَیۡنٰکَ  الۡکَوۡثَرَ ؕ﴿۱﴾

ইন্না-আ’ত্বোয়াইনা-কাল কাওছার।  

নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।

Indeed, We have granted you, [O Muhammad], al-Kawthar.

 

 

فَصَلِّ  لِرَبِّکَ وَ انۡحَرۡ ؕ﴿۲﴾

ফাছোয়াল্লি লিরব্বিকা ওয়ানহার।  

অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং কোরবানি কর।

So pray to your Lord and sacrifice [to Him alone].

 

 

اِنَّ شَانِئَکَ ہُوَ الۡاَبۡتَرُ ﴿۳﴾

ইন্না শা-নিয়াকা হুওয়াল আবতার।  

নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীরাই নিরবংশ।

Indeed, your enemy is the one cut off.




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ